Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপির দায়িত্ব

***দেশের আইন-শৃংখলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সাহায্য করা।

*** দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করা।

***প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে সহায়তা করা।

***সরকারী নির্দেশে জাতীয় উন্নয়ন ও আর্থ সামাজিক কাজে সহায়তা করা।

***দেশের সিভিল প্রশাসনকে সহায়তা করা। 

***আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয়নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগপ্রদান।
***আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতাঅনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণকোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
***সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ওপ্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণনিশ্চিত করণ।

***উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।

১২টি গ্রামে ১২টি প্লাটুন ৩২ জন সদস্য নিয়ে এক একটি প্লাটুন গঠন করা হয়

 

* প্লাটুন সংখ্যা

                পুরুষঃ১২

                মহিলাঃ১২

                সদস্য/সদস্যাঃ ৭৬৮ জন

 

***পেশা ভিত্তি প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/সদস্যা সংখ্যাঃ৮৭ জন

               আনসারঃ৬০ জন

               ভিডিপিঃ ৩৫ জন

               আনসার কমান্ডারঃ ০১ জন

নিরাপত্তা সেবা প্রত্যাশী সংস্থার জন্য

 

নিম্নোক্ত পদ্ধতি  অবলম্বন করে কোন প্রত্যাশী সংস্থা আনসার অংগীভূত করতে পারেন।

 

() আবেদনকোন প্রত্যাশী সংস্থা জেলা কমান্ড্যান্ট এর দপ্তরে রক্ষিত নির্দিষ্ট আবেদন ছক পূরণ করে তাঁদের দাপ্তরিক লেটার হেড প্যাডের সাথে সংযুক্ত করে জেলা কমান্ড্যান্ট এর দপ্তরে আনসার অংগীভূতির অনুরোধ পত্র দাখিল করবেন।

 

 বিঃদ্রঃ আবেদন পত্রের সহিত আবশ্যিক সংযুক্তি সমূহ নিম্নরূপঃ

·        মৌজা ম্যাপে জায়গা চিহ্নিত করণ।

·        মৌজা ম্যাপে উল্লেখিত জায়গার সম্প্রসারিত স্কেচে, ভূমি, স্থাপনা এবং দায়িত্বপূর্ণ এলাকার বিবরণী।

·        আনসার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।

·        ভূমি অফিসের প্রত্যায়ন পত্র(মালিকানা সংক্রান্ত)।

·        ১৫০/-(একশত পঞ্চাশ) টাকার নন- জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।

·        বাণিজ্যিক ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং ব্যবসা সংক্রান্ত সংশ্লিষ্ট দলিল-পত্রাদি।

·         জমির মূল দলিল, পর্চা, খাজনা/ভূমি উন্নয়ন কর রশিদ ইত্যাদির সত্যায়িত ছায়ালিপি।

 

() বিভাগীয়পরিদর্শন আনসার প্রত্যাশী সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফরমে উল্লেখিত তথ্য -সমূহের সঠিকতা যাচাইকল্পে ও প্রস্তাবিত স্থানে আনসার অংগীভূত করা যাবে কিনা এ মর্মে সংশিষ্ট উপজেলা/থানা আনসার-ভিডিপি কর্মকর্তা পরিদর্শন পূর্বক জেলা কমান্ড্যান্ট এর বরাবর প্রতিবেদন দাখিল করবেন। পরবর্তীতে সদর দপ্তরের স্মারক নংঅপাঃ/কেপিআই/৮৯০(৩)/৪০১/আনস্‌, তারিখঃ-০৩/০৪/১১ খ্রিঃ এর নির্দেশের আলোকে সহকারী জেলা কমান্ড্যান্ট আবেদিত স্থাপনা পরিদর্শন করে থাকেন।

উপজেলা/থানা আনসার-ভিডিপি কর্মকর্তা এবং সহকারী জেলা কমান্ড্যান্ট কর্তৃক পরিদর্শন ইতিবাচক মতামত দাখিল হলে  সংস্থায় আনসার মোতায়েন করার জন্য পরিচালক, আনসার ও ভিডিপি  ঢাকা রেঞ্জ, ঢাকা মহোদয়ের মাধ্যমে সদর দপ্তর অপারেশন শাখায় অনুমোদন চাওয়া হয়। 

 

(৩) চূড়ান্ত মোতায়েনঃ সদর দপ্তর অপারেশন শাখার অনুমোদনের আলোকে প্রত্যাশী সংস্থায় আনসার মোতায়েনের জন্য জেলা কমান্ড্যান্ট মহোদয় আদেশ জারী করেন।

 

 () সংস্থা হতে বেতন ভাতাদি গ্রহণপরিশোধ কোন সংস্থায় আনসার  অংগীভূতকরণের সিদ্ধান্ত গৃহীত হবার পর উক্ত সংস্থাকে নির্ধারিত হারে আনসারদের তিন মাসের বেতন-ভাতার সমপরিমান অর্থ অগ্রীম হিসাবে নগদ, পে-অর্ডার/ব্যাংকড্রাফট এর মাধ্যমে জেলা কমান্ড্যান্ট এর দপ্তরে জমা করতে হয়। এছাড়া মাসিক নিয়মিত ভাবে বেতন-ভাতাদি পরিশোধ করতে হয়। প্রতি বছর নির্ধারিত হারে দু’টি উৎসব বোনাস অংগীভূত আনসারদেরকে প্রদান করতে হয়।

 

 () ১০% আনুষঙ্গিক অর্থঃ আনসার প্রত্যাশী সংস্থা প্রত্যেক অংগীভূত আনসার সদস্যের দৈনিক ভাতার ১০% আনুষঙ্গিক অর্থ হিসাবে জেলা কমান্ড্যান্ট এর নিকট প্রদান করবেন।

 

(৬) অংগীভূতিরমেয়াদকালঃ প্রত্যাশী সংস্থা কমপক্ষে তিন মাসের জন্য আনসার নিয়োগ করবেন। সশস্ত্র হলে কমপক্ষে ১০ জন এবং নিরস্ত্র হলে ৬ জন আনসার অংগীভূত করা হয়।

 

 

আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ সেবা ঃ

নিম্নোক্ত পদ্ধতিতে সারা বছর ব্যাপী আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণে জেলা কার্যালয় হতে আনসার-ভিডিপি প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণ সম্পাদন করা হয়ে থাকে ঃ

১। আনসার-ভিডিপি সদর দপ্তরের প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি সংশ্লিষ্ট উপজেলা/থানা আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণার্থীর কোটা প্রদান করেন।

২। প্রাপ্ত কোটা মোতাবেক উপজেলা/থানা আনসার-ভিডিপি কর্মকর্তা গণ ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের মাধ্যমে প্লাটুনভূক্ত সদস্য-সদস্যাদের মধ্য হতে যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী প্রাথমিকভাবে বাছাই করে জেলা কমান্ড্যান্ট এর নিকট প্রেরণ করেন।

৩। জেলা কমান্ড্যান্ট উক্ত প্রশিক্ষণার্থীদের চুড়ান্ত বাছাই করে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করেন।

 

যে সকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়

১।মৌলিক প্রশিক্ষণ সাধারণ আনসার(পুরুষ-মহিলা)।

২। মৌলিক প্রশিক্ষণ ভিডিপি (পুরুষ-মহিলা)।

৩। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)।

৪। সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ(মহিলা)।

৫। মোবাইল রিপিয়ারিং প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)।

৬। মটর ড্রাইভিং প্রশিক্ষণ (পুরুষ)।

৭। নকশীকাঁথা তৈরী প্রশিক্ষণ (মহিলা)।

৮। গার্মেন্টস প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ-মহিলা)।

৯।  ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ)।

১০। এছাড়াও ৪০টি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়।

*উল্লেখ্য সকল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীগণের থাকা-খাওয়া ও যাতায়াত ভাতা সরকারীভাবে বহন করা হয়। তৎসংগে প্রশিক্ষণের উপকরণ ও পোশাকাদি প্রদান করা হয়। 

আনসার মোতায়েনের আবেদন ফরম এবং প্রয়োজনীয় ডাউনলোড।