Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বেতাগী সানকিপুর ইউনিয়নের ইতিহাস

 

১.আয়তন:- ৪১.৪৭ বর্গ কি: মি: ।

২. সীমানা:- উত্তরে নওমালা, দক্ষিনে আলীপুরা, পশ্চিমে বকুলবাড়ীয়া, পূর্বে বহরমপুর ও বাশবাড়িয়া ইউপি।

৩.চেয়ারম্যন এর নাম ও মোবাইল নম্বার:- মো: মশিউর রহমান ঝন্টু মোবাইল-

৪. ইউপি সচিবের নাম ও মোবাইল নম্বার:- মো: জাকির হোসেন মোবাইল-

৫. মৌজার সংখ্যা ও নাম:- মৌজা মোট ১৫ টি। চিংগুরিয়া, বেতাগী, বেতাগী সানকিপুর, জাফরাবাদ, সাহেরতালুক, রামবল্লভ,দাবাড়ী বেতাগী,তাফালবাড়ীয়া, মর্দনা, খারিজাবেতাগী, জাফরাবাদ বেতাগী, গরামালী, বড়গোপালদী, মাছুয়াখালী, চর মাছুয়াখালী।

৬. গ্রামের সংখ্যা:-টি। চিংগুরিয়া, বেতাগী, বেতাগী সানকিপুর, জাফরাবাদ, সাহেরতালুক, রামবল্লভ,দাবাড়ী বেতাগী,তাফালবাড়ীয়া, মর্দনা, খারিজাবেতাগী, জাফরাবাদ বেতাগী, গরামালী, বড়গোপালদী, মাছুয়াখালী, চর মাছুয়াখালী।

৭. মোট জনসংখ্যা:- ২৩,৬৯৪ জন। মহিলা-১১,৭১০জন,পুরুষ-১১,৯৮৪ জন (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী )

৮. মোট ভোটার সংখ্যা:-১২২৮৫ জন।

৯. মোট জমির পরিমান (একর):-মোট: ৭১১৩ একর, এক ফসলী: ২৮১৩ একর, দুফসলী: ৪৩০০ একর।

১০. নলকুপ এর সংখ্যা:- গভীর: ৩০০ টি অগভীর: নাই।

১১. শিক্ষার হার:- ৬৫%

১২. প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:- সরকারী: ৫টি, বেসরকারী: নাই, রেজি: ১৩টি।

১৩.নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:-২ টি।

১৪.মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:- সরকারী: নাই, বেসরকারী: ৫ টি।

১৫. কলেজের সংখ্যা:- নাই।

১৬. মাদ্রাসার সংখ্যা:- আলিয়া: ৫টি, কাওমিয়া: ১টি, অন্যান্য: ৬টি।

১৭.ধর্মিয় প্রতিষ্ঠানের সংখ্যা:- মসজিদ: ১৫০টি, মন্দির: ৮টি, প্যাগোডা: নাই।

১৮. রাস্তা ও সরকের পরিমান (কি: মি):- পাকা: ৯ কি: মি:, এইচ. বি. বি: ৩কি:মি: কাচা: ৫০ কি:মি:।

১৯. মোট খানার সংখ্যা:- ৬০৯৬টি।

২০. হাট বাজারের সংখ্যা:- ৪ টি।

২১. সাইক্লোন সেন্টারের সংখ্যা:-৩টি।

২২.আবাসন ও আশ্রয়নের সংখ্যা ও উপকারভোগী পরিবারের সংখ্যা: আবাসন ও আশ্রায়নের: ১টি, উপকারভোগী পরিবার: ৩০ টি পরিবার।

২৩.জম্ন নিবন্ধনের শতকরা হার:-১০০%।

২৪. স্বাস্থ সম্মত পায়খানা ব্যাবহার শতকরা হার:-১০০%।

২৫. সক্ষম দম্পতির সংখ্যা:-৫২০।

২৬. পরিবার পরিকল্পনা গ্রহনকারী দম্পত্তির শতকরা হার:-১০০%।

২৭. ব্যাংক শাখার সংখ্যার নাম:- গ্রামিন ব্যাংক:১টি বড়গোপালদী শাখা।

এসব নিয়ে বেতাগী সানকিপুর উনিয়ন গঠিত